তানভীর চৌধুরী, কুষ্টিয়া: কুষ্টিয়ার হরিপুর ইউনিয়নের জন্য একটি স্বপ্নের সেতু বাস্তবায়ন
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাহাবুব-উল আলম হানিফ হাটশ হরিপুরবাসীর প্রাণের দাবিকে গুরুত্ব দিয়ে সে সময় ব্রিজ নির্মাণে ওয়াদা করে বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলেই এ হরিপুরের ব্রিজ নির্মাণ করা হবে এবং হরিপুরবাসী এ ব্রিজের ওপর দিয়ে পায়ে হেঁটে কুষ্টিয়া শহরে প্রবেশ করবে । মাহাবুব-উল আলম হানিফ তার এ ওয়াদা বাস্তবায়ন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া- ৩ সদর আসনের নৌকার মনোনীত প্রার্থী মাহাবুব-উল আলম হানিফ কে হাটশ হরিপুরবাসীরা কিভাবে মূল্যায়ন করবে এটা এখন দেখার বিষয়।
৭১ কোটি ১ লাখ ৫৫ হাজার ৬৩২ টাকা ব্যয়ে কুষ্টিয়ার গড়াই নদীর ওপর হরিপুর সেতু নির্মাণ করা হয়েছিল। ব্রিজ নির্মাণের সাথে নদী শাসনের জন্য ব্যয় করা হয়েছিল ৯ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ২৩৩ টাকা এবং এপ্রোস রোড নির্মাণ করা হয়েছিল ৫ কোটি ২৮ লাখ ৩২ হাজার ১৪৭ টাকা । প্রায় লক্ষাধিক হরিপুরবাসী এই ব্রিজের সুফল ভোগ করছে। এক সময় আমরা বিরাট কষ্ট কইরা নদী পার হইয়া ওই পারে যাইতাম। নদী পার হইলে ভাড়া দিতে হইতো, অনেক সময় নদী পার হইতে সময় লাগতো।
রাইত-বিরাইতে বেশিরভাগ সময় নৌকা পারাপার বন্ধ থাকার কারণে পার হইতে পারতাম না। রোগী নিয়া নদী পার হইতে গেলে দেখা গেছে রাস্তায় রোগী মারা গেছে। এখন আর আগের মতো কষ্ট করতে হয় না। কুষ্টিয়া শহর থেকে সরাসরি গাড়ি আসছে আমাদের গ্রামে। এভাবেই বদলে যাওয়া জীবনমানের গল্প বলছিলেন কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়নের ফুলতলার বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল খালেক। ছোট্ট একটি সেতু বদলে দিয়েছে আব্দুল খালেকের মতো হাজার হাজার মানুষের জীবনমান।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের এমন কোনো স্থান নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় এসমস্ত উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ সদর আসনের নৌকার মনোনীত প্রার্থী মাহাবুব-উল আলম হানিফ।
Discussion about this post