শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু’র পক্ষে থেকে শারদ উপহার বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম,পি
শুক্রবার নগরীর লাভলেইন সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ২১নং জামালখাঁন ওয়ার্ডের অন্তর্ভুক্ত ১৫টি পূজা উদযাপন পরিষদকে প্রধান অতিথি হিসেবে শারদ উপহার স্বরূপ আর্থিক সহায়তা বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম,পি।
বাংলাদেশ ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু’র সভাপতিত্বে, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসাইনের সঞ্চলনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কেন্দ্রীয় যুবলীগ উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, ২১নং জামালখাঁন ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দুল আলম, হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন, আবদুস সোবহান, তৌহিদুল রহমান, ১নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি মৃদুল দাশ, ২নং ইউনিট আওয়ামী সভাপতি মুন্সি মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, ৩নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর মুস্তফা, সাধারণ সম্পাদক বাবুল দেব রায়সহ নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ সহ-সভাপতি নুরুল আনোয়ার, আওয়ামী লীগ নেতা ইসমাঈল উদ্দিন লিটন,জহির উদ্দিন, মোহাম্মদ শফিক, যুবলীগ নেতা মনির হোসাইন, চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ মহানগর ছাত্রলীগ সদস্য মোশরাফুল হক চৌধুরী পাভেল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নাজিমউদ্দীন সাইফুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান খান, নিশান বিশ্বাস, এরফানুল আলম তানিম, আবদুর রহমান, মোহাম্মদ শাকিল, ইমতিয়াজ উদ্দিন ইরফান, ২১নং জামালখাঁন ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আশিক জুবায়ের, সাধারণ সম্পাদক শাহীন আলম, যুগ্ম সম্পাদক অভি রায়, লায়লা সিকদার, সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ, শাহাদাত হোসেন, মুহাম্মদ আবদুল্লাহ, নাজমুল হাসান, আমির, ইয়াসিন, সাহেদ আহমেদ বাবু, ফয়সাল, তৌহিদ, টিটু, মনির, আকাশ, শিমুল, সাগর,বিধানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগ নেতৃবৃন্দ।
Discussion about this post