সাপ্তাহিক আজকের সত্য সংবাদ
সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন, বিশিষ্ট কবি ও গীতিকার নীলিমা আক্তার নীলা। এবার ঈদে রিলিজ হতে যাচ্ছে, নীলিমা আক্তার নীলার লেখা দু’টো গান,” আড়ি”এবং “অজানা পথে”।
গান দু’টোর জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। সুরকার মশিউর রহমানের সুরে এবং কন্ঠে অজানা পথে এবং মশিউর রহমানের সুরে, প্রত্যয় সুহুদ এর কন্ঠে আড়ি গানটি যদি দর্শকের ভালো লাগে, তাহলে তিনি নিজেকে ধন্য মনে করবেন বলে জানান।
নীলিমা আক্তার নীলার ছোট বেলা থেকেই লেখালেখি শুরু। আর সে শুরুটাই বাবার উৎসাহ দ্বিগুণ উৎসাহিত করেছিলো তাকে। বাবার উৎসাহ এতোটা প্রকট ছিলো যে, নীলিমা সে উৎসাহটাকে এখনো খুব কাছ থেকে দেখতে পায়।
নীলিমা আক্তার নীলা বলেন,তারপরও যদি বলতে হয়, বলবো, আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি,উৎসাহ পেয়েছি।আর সে ভালোবাসা,উৎসাহ আমি বাঁচিয়ে রাখতে চাই, আমার লেখার মধ্য দিয়ে।
Discussion about this post