রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালী পৌরসভার আয়োজনে শুক্রবার (৩ মার্চ) দুপুরে কুমারখালী স্পোর্টিং ক্লাব মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে ফাইনাল খেলাটি প্রধান অতিথি হিসেবে থেকে উপভোগ করেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
ফাইনাল খেলায় সদকী একাদশ ও শেরকান্দী সানাউল্লাহ স্মৃতি সংঘ ফাইনালে মুখোমুখি হয়। টসে জিতে শেরকান্দী সানাউল্লাহ স্মৃতি সংঘ প্রথমে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ১০৪ রানের টার্গেট ছুড়ে দেয়। জবাবে সদকী একাদশ ৬ উইকেটে শেরকান্দীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকার প্রাইজ মানী ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকার প্রাইজ মানী ও সেরা খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডল,সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, থানা অফিসার ইনচার্জ মোঃ মোহসীন হোসাইন, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান তারেক,উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন,পৌর কাউন্সিলর এস,এম রফিক প্রমুখ।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন অ্যাম্পিয়ার- বাবু চঞ্চল কুমার কর্মকার ও তৌহিদুজ্জামান লিংকন। ফাইনালে হাজারো দর্শকদের উপস্থিতি খেলাটি আরও প্রাণবন্ত হয়ে উঠে।
Discussion about this post