বাবুল হোসেন বাবলা””যথাযথ ধর্মীয় মর্যাদায় এবং ত্যাগের মহিমায় পশু কোরবানির মধ্যদিয়ে বন্দর নগরী চট্টগ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে । চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যাবস্থাপনায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৮টায় ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় । এতে দেশের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সহ সকলের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করাহয় । প্রধান জামাতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন সহ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতারা ঈদের নামাজ আদায় করেন।
Discussion about this post