কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়েছে।
এরপরে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতিস্তম্ভে বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন, উপজেলা চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, কালিহাতী পৌর মেয়র নুরুন্নবী সরকারসহ উপজেলা আওয়ামী লীগ নেতারা।
এরপর একে একে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন বলেন, সরকারি সব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসারসহ স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে কালিহাতী উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিকেলে সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসন বনাম পৌরসভা বনাম একাদশ মধ্যে ফুটবল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যায় উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Discussion about this post