দেবাশীষ পাল দেবুর ডাকে পলোগ্রাউন্ডে ১০ হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জড়ো হয়,,
চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় পলোগ্রাউন্ড মাঠে সকাল থেকে স্লোগান-মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছিলেন চট্টগ্রাম নগর-উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা।
রোববার নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রায় দশ হাজারেরও অধিক নেতা কর্মী নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।
দীর্ঘ দশ বছর পর বঙ্গবন্ধু কন্যা ও দেশরত্ন শেখ হাসিনার আগমনকে ঘিরে নগরবাসীর এতো আয়োজন চট্টগ্রাম নগরীতে। রবিবার (৪ ডিসেম্বর) সকালে আর মাথায় লাল টুপি ও হলুদ টি শার্ট পরে প্রায় ১০ হাজার নেতাকর্মীর বহর নিয়ে চট্টগ্রামের জাম্বুরী পার্ক থেকে পলোগ্রাউন্ড মাঠে যোগ দেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।
হলদে পাখির ঝাঁক নিয়ে দেবাশীষ পাল দেবু’র সমাবেশে যোগদান
ভোর থেকেই জনসভায় যোগ দিতে পলোগ্রাউন্ডমুখী জনস্রোতে যুক্ত হয়েছেন নেতাকর্মীরা।চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রং বেরংয়ের টি শার্ট, টুপি পরিধান সাথে বাদ্য যন্ত্র নিয়ে জনসভাস্থলের আশপাশে এসে অবস্থান নিতে থাকেন। মঞ্চে একের পর এক বক্তব্য নিয়ে আসেন আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এরপর দুপুর গড়িয়ে বিকেল ৩ টায় সমাবেশস্থলে আগমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সাথে সাথে ঝিম ধরা সমাবেশ আবারও ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বিশাল এ জনসমুদ্র সম্পর্কে জানতে চাইলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেনঃ প্রধানমন্ত্রী দীর্ঘ দশ বছর পর চট্টগ্রামে এসেছেন। প্রিয় নেত্রীকে এক পলক দেখতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।
আজ প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে ঘরে ফিরছে নেতা কর্মীরা। আগামীতেও আমরা এভাবেই মাঠে থাকবো। ‘চট্টগ্রামের মাটি শেখ হাসিনার ঘাটি’, এটা কথা কিংবা স্লোগানে নয় আমরা কাজে প্রমাণ করেছি।
Discussion about this post