খেলাঘর আন্ত:আসর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন শুক্রবার
খেলাঘর আন্ত: আসর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন আগামী শুক্রবার(০২
ডিসেম্বর২২) সকাল নয়টায় পটিয়া এস এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে
অনুষ্ঠিত হবে ।
খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টে আটটি দল
অংশগ্রহন করবে। প্রথম রাউন্ডে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করবে বোয়ালখালী
উপজেলা সদরের দিশারী খেলাঘর আসর ও পটিয়া মুকুটনাইটের মুক্তাঙ্গন খেলাঘর
আসর। ২য় ম্যাচে অংশগ্রহন করবে বোয়ালখালীর পূর্ব গোমদন্ডীস্থ পূর্বাশা
খেলাঘর আসর ও আহলা ধলঘাটের প্রীতিলতা খেলাঘর আসর। ৩য় ম্যাচে অংশগ্রহন
করবে চন্দনাইশ বরমাস্থ দেশপ্রিয় খেলাঘর আসর ও বোয়ালখালী আহলাস্থ সোপান
খেলাঘর আসর।৪র্থ ম্যাচে অংশগ্রহন করবে পটিয়া কেলিশহরস্থ সংকেত খেলাঘর
আসর ও বোয়ালখালী চরনদ্বীপস্থ দ্বীপশিখা খেলাঘর আসর।
“খেলার জন্য মাঠ চাই ,আনন্দময় শৈশব চাই’ এ প্রত্যয়ে আয়োজিত ফুটবল
টুর্ণামেন্টে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন খেলঅঘর চট্টগ্রাম
দক্ষিণ জেলার সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমান ওসাধারণ সম্পাদক শৈবাল
আদিত্য ।
বার্তা প্রেরক
(শৈবাল আদিত্য)
Discussion about this post