উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল শীবরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
হামলার শিকার গৃহবধূ ঐ এলাকার রেজাউল মালিথার স্ত্রী রিনা খাতুন(৩৫)। অভিযুক্ত হামলাকারী মাদকসেবি একই এলাকার মৃত বয়ানী আনছার মন্ডলের ছেলে নাসির মন্ডল ও ওয়াজ শেখের ছেলে নিশান শেখ।
হামলা শিকার রিনা খাতুন জানান, তার বাড়ির সামনে নাসির ও নিশান উভয়ই প্রতিনিয়ত মাদক সেবন করে।আজ রবিবার দুপুর ১২ টার দিকে আমি নিষেধ করায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে আমাকে পেটাতে শুরু করে। পরে আমার স্বামী ঠেকাতে আসলে তাকেও পিটিয়ে আহত করে।
ভুক্তভোগী রিনার স্বামী রেজাউল মালিথা বলেন,নাসির ও নিশান এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। থানায় নাসিরের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আজ আমার স্ত্রী তাদের মাদক সেবনে বাঁধা দিলে বেধড়ক পিটিয়ে আহত করে। আমি ঠেকাতে গেলে আমাকেও মারধর করে। আমার স্ত্রীকে কুমারখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে ও আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
এ ঘটনায় অভিযুক্ত নাসির মন্ডলকে তার মুঠোফোনে কল করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোহসীন হোসেন বলেন,এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post