কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার মেশিন ও ১ হাজার ৫০০ ফুট বালু পরিবহনের পাইপলাইন বিনষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের টুনি মগড়ায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন।
এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের জন্য দায়ী ১টি ড্রেজার মেশিন ও আনুমানিক ১ হাজার ৫০০ ফুট বালু পরিবহনের পাইপলাইন তাৎক্ষণিক বিনষ্ট করেন।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কালিহাতী থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Discussion about this post