কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড কালিহাতী উপজেলা সদস্য পদে আয়নাল হক তালা মার্কায় ১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাছানুজ্জামান তালুকদার রঞ্জু (টিউবওয়েল) পেয়েছেন ৭০ ভোট। টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে (কালিহাতী) সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অপর প্রার্থী ইঞ্জি. কামাল আহমেদ (হাতি) পেয়েছেন ৪ ভোট এবং ২জন বোটার অনুপস্তিত ছিরেন।
এই নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার আব্দুল মজিদ এই তথ্য নিশ্চিত করেন।
সোমবার অনুষ্ঠিত নির্বাচনে কালিহাতী উপজেলার ১৯৮ জন ভোটারের মধ্যে ১৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
Discussion about this post