কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ:টাঙ্গাইলে ১৮ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব। শুক্রবার(১৪ অক্টোবর) ভোরে
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার ক্ষুদিরামপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নওয়াগাও গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. জসিম মিয়া(২৭) ও তার স্ত্রী নিলিমা আক্তার মিশু(২৪)।
র্যাব-১২ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়,গোপনে সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এম রিফাত-বিন-আসাদের নেতৃত্বে এক দল র্যাব সদস্য মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় একটি হোটেলের সামনে অভিযান চালায়। অভিযানে ১৮ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
র্যাব আরও জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post