কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ বহমান গ্রাম -বাংলার প্রাচীন ঐতিহ্য ও সমৃদ্ধির পরিচিত নাম নৌকা বাইচ। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা গ্রামবাসীর আয়োজনে পৌলী-মহেলা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫অক্টোবর) দুপুরে এ বাইচ শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।
নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নামে ওই এলাকায়। আশপাশের অন্যান্য এলাকা থেকেও বৃদ্ধ, পুরুষ, মহিলা ও শিশুরাও এ নৌকা বাইচ দেখতে আসেন।
প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে ৫০টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। বাদ্যযন্ত্রের তাল আর বৈঠার ছপ ছপ শব্দে যেন একাকার ওই নদী। কেউ আবার ছোট নৌকা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে নদীর বিভিন্ন স্থানে জমায়েত হন। নৌকা বাইচ উপলক্ষে নদীর দুধারে বিভিন্ন দোকান বসে। তাঁরাও উৎসাহ দেন এ বাইচে।
আয়োজিত এ নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা।
এসময় নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি জমির উদ্দিন আমিরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর আ. বারেকের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিল উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের একতা ক্লাবের নৌকা, দ্বিতীয় স্থান অর্জন করেন একই উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার নিউ হীরার তরী নৌকা এবং
তৃতীয় স্থান অর্জন করেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার প্রথম আলো নৌকা।
Discussion about this post