কক্সবাজারের টেকনাফে আবদুর রহমান আবছার (১৬) নামে এক কিশোরকে অপহরণ করে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ শরীফ (৩০) নামে এক যুবক।
আবদুর রহমান আবছার বড়ডেইল পাহাড়ি এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। গুলিবিদ্ধ শরীফ ওই এলাকার সোনা আলীর ছেলে। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম। তিনি জানান, আবদুর রহমান ও মোহাম্মদ শরীফ সকালে পাহাড়ের কিনারায় পানের বরজে কাজ করতে যান। এ সময় পাহাড় থেকে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী হামলা করে আবছারকে ধরে ফেলে। শরীফ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পৃথক ঘটনায় দুই বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
সূত্র :পূর্বকোণ
Discussion about this post