টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১৮৩টি শারদীয় দূর্গাপূজা মন্ডপে ৮৬২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালিহাতী থানা চত্ত্বরে ব্রিফিং প্যারেড’র মাধ্যমে উক্ত পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়।
এসময় আনসার সদস্যদের উদ্দেশে পূজামণ্ডপে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, কালিহাতী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাশেদা পারভেজ, কালিহাতী থানার সেকেন্ড অফিসার এসআই মাহাবুল ইসলাম ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল বাছেদ প্রমূখ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ জানান, প্রত্যেকটি অধিক ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে ৮ জন, ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে ৬ জন ও সাধারন পূজা মন্ডপে ৪ জন করে মোট ৮৬২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পুরুষ আনসার ২৯৭ জন, মহিলা আনসার ৩৬৮ জন, পিসি ১৩ জন ও এপিসি ১৮৪ জন।
এসময় কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আনসার সদস্যদের পাশাপাশি পুলিশের বিশেষ মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। এছাড়াও গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে স্থায়ীভাবে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পূজা মন্ডপে কেউ বিশৃংঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post