টাঙ্গাইলের কালিহাতীতে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চাপায় ইদ্রিস আলী (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
এঘটনায় মোটরসাইকেল চালক র্যাবের এএসআই রোকোনুজ্জামান গুরুত্বর আহত হয়েছেন।
নিহত ইদ্রিস আলী (৬৫) কালিহাতী গ্রামের মৃত হাফেজ আলীর ছেলে ও কালিহাতী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিক হোসেনের বড় ভাই।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী থানার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ইদ্রিস আলী সন্ধ্যায় কালিহাতী থানা মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি কালিহাতী থানার সামনে দিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ও পথচারী রাস্তায় পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করে। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল চালক র্যাবের এএসআই রোকোনুজ্জামানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চালককের ব্যাগ থেকে সেনাবাহিনীর সৈনিকের কার্ড পাওয়া গেছে এবং আমরা জেনেছি পকেটে র্যাবের কার্ডও ছিল।
তিনি জানান, মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post