আকমাল হােসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় রিপন হাসান(২৪) এবং হালিমা বেগম মিষ্টি (২০) দম্পতি বুধবার দিবাগত রাত নিজ শয়নকক্ষ আগুন দগ্ধ হলে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর মৃত্যু হয়, এবং স্বামীর অবস্থা আশংকাজনক!
জানাগেছে উপজেলার কমলাবাড়ী আমদাপুর এলাকার আমিনুল ইসলাম এর পুত্র রিপন হাসান ও হালিমা বেগম মিষ্টি দম্পতি তাদের নিজ শয়নকক্ষে রাতে ঘুমাতে যায়। পরে তাদের চিৎকার ও আগুন দেখে পরিবার ও প্রতিবেশীরা তাদেরও উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও আগুন দগ্ধ দম্পতির অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাজশাহী মেডিকেেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বেলা আনুঃ ১১টায় স্ত্রী হালিমা বেগমের মত্যু হয়। স্বামী রিপন হাসানের অবস্থা এখনো আশংকাজনক।
রিপনের পরিবার সন্দেহ করছে রিপন দম্পতি রাতে ঘরে শয়নরত অবস্থায় জানালা দিয়ে বাহির থেকে কে বা কারা শত্রুতামূলক ভাবে তাদের গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ এর সাথে যােগাযােগ করা হলে তিনি জানান, পত্নীতলা থানা পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেছে তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি বলে তিনি জানান।
Discussion about this post