করটিয়া সরকারি সাদত কলেজের মেধাবী ছাত্র মাজহারুলের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।রোববার সকালে কালিহাতী উপজেলার গান্ধিনা বাজারে লায়ন ফেরদৌস আলম ফিরোজ স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন,লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ মো. শাজাহান কবির, লায়ন ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ের রেক্টর আহাদুল্লাহ মিয়া, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের প্রভাষক মো. আবু কাওসার, মো. আসলাম সিকদার নভেল, দিদারুল ইসলাম, শফিকুল ইসলামসহ ছাত্র-ছাত্রীরা।
বক্তারা বলেন, এ এলাকায় কিশোর গ্যাং, মাদকসেবী ও বখাটেদের উৎপাত বেড়ে গেছে। এরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। এসব বখাটের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।সরকারি সাদত কলেজের মেধাবী ছাত্র মাজহারুলের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাসির দাবি জানান তারা।
উল্লেখ্য,গত ৯ সেপ্টেম্বর সখিপুর উপজেলার কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।খেলা দেখতে আসা মেয়েদের উত্যক্ত করে কালিয়ান দোহানিয়ার পাড়ার কয়েকজন বখাটে।এর প্রতিবাদ করায় কলেজ ছাত্র মাজহারুলকে কুপিয়ে আহত করে।এঘটনার তিন দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মাজহারুল কালিয়ান দক্ষিন পাড়ার আ.মালেক সিকদারের ছেলে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post