আসন্ন টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি ও জেলা নির্বাচন অফিসের সিনিয়র কর্মকর্তা এইচ.এম. কামরুল হাসানের কাছে এ মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইলের বাসাইল-সখিপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন গোপালপুর-ভুয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, সহ-সভাপতি আলমগীর খান মেনু, শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ্জ্জুামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসান প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post