শুধুমাত্র পড়াশোনাই নয় একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার আহবান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
তিনি বলেন, সততা ও নৈতিকতার দিক ঠিক থাকলেই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) নগরীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহবান জানিয়ে বলেন, আমাদের জিপিএ-৫ যেমন পেতে হবে ঠিক তেমনি মানুষের মতো মানুষও কিন্তু হতে হবে। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।
তরুণ কাউন্সিলর আসিফ আহমেদ নিজেদের শক্তি, সামর্থ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলারও আহবান জানান।
প্রসঙ্গত, ভালো ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমে সুনাম অর্জনের জন্যই জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ ও ২০১৮ তে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর থানার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এই প্রতিষ্ঠানের সুনাম এখন দেশ হতে আন্তর্জাতিক পরিমণ্ডলে।
Discussion about this post