গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের উপর থেকে অজ্ঞাত এক পুরুষ (৩০) এর মরদেহ উদ্ধার করেছে সালনা হাইওয়ে থানার পুলিশ।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানান, ৪ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ডের ২০০ গজ পূর্ব পাশে আইমন টেক্সটাইল লিঃ এর সামনে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলগামী লেনে মহাসড়কের উপর অজ্ঞাতনামা গাড়ির অজ্ঞাতানামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে অজ্ঞাতনামা পুরুষ বয়স আনুমানিক (৩০) ব্যক্তিকে রাস্তা পারাপারের সময় ধাক্কা দিলে সে গাড়ীর চাকায় পিষ্ঠ হয়ে মাথা ও মুখমন্ডলে পুরোপুরি অংশ থেতলানো রক্তাক্ত জখম, হাত দুটি দেহ হতে বিচ্ছিন্ন ও থেতলানো, ডান পা ভাঙ্গা সহ শরিরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
উক্ত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। যদি কোন লোক উক্ত ব্যক্তির কোন খোঁজ দিতে পারেন তাহলে কোনাবাড়ীস্থ সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোবাঃ ০১৩২০১৮২৮৩৯ অথবা এসআই (নিঃ) রিপন কুমার হালদার মোবাঃ ০১৭২৯৮৯৯৮৩১ এর নিকট তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)
গাজীপুর জেলা প্রতিনিধি
Discussion about this post