আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১১ টায় পৌর এলাকার বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ড, দোকানপাট, শপিংমল, চা স্টল, পাড়া-মহল্লা, বিভিন্ন গণপরিবহনের চালক, যাত্রী ও পথচারীদের মাঝে আওয়ামীলীগ সরকারকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনার লক্ষ্যে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, গভীর পায়রাবন্দর, মেট্রোরেল প্রকল্প, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মান, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ, আশ্রয়ন প্রকল্প, বঙ্গবন্ধু টানেল, বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান, কৃষি খাত, স্বাস্থ্যখাত, ডিজিটাল বাংলাদেশ, বিদ্যুৎ খাত, পরিবেশ সুরক্ষা, সামাজিক সুরক্ষা ও ফ্লাইওভার নির্মাণসহ দেশের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি তুলে ধরে লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
এসময় তিনি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নূরুল আলম খসরু, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম সুমন, সমাজ কল্যাণ সম্পাদক সুশান্ত ঘোষ, উপজেলা ছাত্রলীগ নেতা সাহেদ, কালিহাতী পৌর ছাত্রলীগের সভাপতি আল হাদী নিশাতসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post