বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও সিএসএস এর ওয়াশ প্রকল্পের সহযোগীতায় ৯টি ওয়ার্ডে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে হাত ধোয়ার জন্য বেসিন বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ বেসিন বিতরন করা হয়। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে ও সচিব এসএম দাউদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা কামরুন্নাহান নীপা, ইউপি সদস্য নির্মলেন্দু দেবনাথ, মোঃ ফোরকান শিকারী, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, আসাদুজ্জামান তুহিন, পুষ্পল দাশ ও সিএসএস এর উপজেলা সমন্বয়কারী গোপাল চন্দ্র দেবনাথ প্রমুখ। সভা শেষে ৯টি ওয়ার্ডে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে হাত ধোয়ার জন্য বেসিন বিতরন করা হয়।
এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন
Discussion about this post