আজকের সত্য সংবাদঃ হাজী মোঃ হারুন অর রশিদঃ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শেখ ফজলে নূর তাপসকে;; আন্তরিক ”মুজিব শতবর্ষ শুভেচ্ছা ও অভিন্দন রইল। সাপ্তাহিক আজকের সত্য সংবাদ পত্রিকার প্রকাশক/সম্পাদক ও মুক্ত খবর24.কম ;; প্রকাশক/সম্পাদক ;; 16banglatv এর চেয়ারম্যান;; বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন [বনপা] কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ;; ‘দুর্নীতি নিবারন সহায়ক সংস্থা ।’চট্ট গ্রাম জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক ;; হাজী মোঃ হারুন অর রশিদ এর পক্ষ থেকে ”আন্তরিক মুজিব শতবর্ষ শুভেচ্ছ ও অভিন্দন রইল। মুজিব শতবর্ষ ;; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের এই সোনার বাংলাদেশ” পিতার সপ্নকে বাস্তবায়ন করার লক্ষে দীর্ঘ বৎসর জীবনের সাথে যুদ্ধ সঃগ্রাম করে ” আজ বাঙ্গালি জাতিকে উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাছিনা ডিজিটাল বাংলাদেশ”’ উন্নয়নের মহা সড়কে আজ এই বাংলাদেশ ” সারা বিশ্বের মাঝে মাতা উছু করে দাড়ীয়ে কথা বলে রোল মডেল এই বাংলাদেশ” আজ বাঙ্গালি জাতি সারা বিশ্বে মাথা উছু করে কথা বলতে পারে আমি বাংলাদেশের সন্তান। বাংলা আমার মা ”বাংলা আমার ভাষা ”বাংলা আমার গান”বাংলা আমার মাঠি” বাংলা আমার অহংকার” বাংলায় আমার জন্ম ভুমি” বাংলায় আমার ইতিহাস” ‘দেশ ও মানয গড়ার কারিগর । দেশ রত্ন” বঙ্গ কন্যা ”” বাংলাদেশ আওয়ামী লীগ এর সভা নেত্রি । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাছিনার উন্নয়নের এই ডিজিটাল বাংলাদেশ ।’ আমদের অনুরুধ থাকবে সকল স্থানের দায়ীত্ব রত ব্যাক্তিদের প্রতি । দেশ ও দেশের মানুষের সর্থে ”’ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাছিনার উন্নয়নের হাতকে আরো শক্তি শালি করে ” দেশের উন্নয়নের যাত্রা আরো গতিশীল করে রাখার আহবান রইল। অন্যায় দুর্নীতি জুলুম বাজ সকল অপরাধীদের আমরা ঘৃনা করি । আন্যায়কে না বলি । তাহলে সোনার বাংলাদেশ সোনায় পরিনত হবে। জয় মুজিব শতবর্ষ জয় বঙ্গদন্ধু জয় বাংলাদেশ । আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি। আমি আমার দেশ ও দেশের মানুষকে ভালো বাসি।
Discussion about this post