চিত্রনায়িকা পরীমনি অন্তঃসত্ত্বা। মা হওয়ার খবর অনেক আগেই দিয়েছেন এই নায়িকা। এরপর বিভিন্ন সময় তিনি বেবি বাম্পের ছবি যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এরই ধারাবাহিকতায় আজও তিনি একটি ছবি পোস্ট করেছেন।
পরীমনি ছবির ক্যাপশনে লিখেছেন: ‘আমি এত এত বার লিখতে চেয়েছি কিছু… পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই একমনে চেয়ে থাকি। কি যে মায়া! এমন মায়ার মুহূর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।’
ছবিতে দেখা যায় সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে রাজের বুকে হেলান দিয়ে শুয়ে আছেন পরী। দুজনেরই পরম আবেশে চোখ বন্ধ। পরীর ঠোঁটে যথারীতি স্নিগ্ধ হাসি। হাত আলতোভাবে রেখেছেন বেবি বাম্পে।
গত ১০ জানুয়ারি পরীমনি অন্তঃসত্ত্বার সংবাদ প্রকাশ্যে আনেন। এর আগে অভিনেতা শরিফুল রাজকে তিনি বিয়ে করেন গত বছরের ১৭ অক্টোবর। গোপনেই দুজন বিয়ের পিঁড়িতে বসেছিলেন।
Discussion about this post