টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়া গ্রামের জনৈক লায়লা বেগম কর্তৃক মামা ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (২১ মে) সকাল সাড়ে ১১ টায় আউলিয়াবাদ- বাগেরবাড়ী হামিদপুর আঞ্চলিক সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এলাকাবাসী আলতাফ হোসেন চৌধুরী ও রফিকুল ইসলাম বলেন, লায়লা বেগম জমির জন্য তাঁর মামা স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে যে মিথ্যা, নোংরা বিষয়ে আদালত ও থানায় মামলা করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। যে নাকি জমির জন্য আপন মামার বিরুদ্ধে এমন নোংরা, মিথ্যা অভিযোগ করতে পারে তাঁর কাছে অন্য গ্রামবাসী কিছুই না। যে কোন প্রকারেই তাঁর জমিটা চাইই। সালিস-মীমাংসায় চেয়ারম্যান, স্থানীয়দের সিদ্ধান্তও সে মানে না। গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রশাসনের নিকট লায়লাকে গ্রাম থেকে বিতাড়িত করার দাবি জানাই।
অভিযুক্ত লায়লার চাচাতো বোন রুকসানা বলেন, চার বছর আগে লায়লা দোকান করতে গিয়ে লোকজনের সাথে খারাপ ব্যবহার করলে, লায়লার বাবা তাঁকে খারাপ ব্যবহার করতে নিষেধ করায় বাবার গায়ে হাত তুললে বাবা দুঃখে বিষপানের চেষ্টাও করেন।
রাহেলা বলেন, লায়লা মোশারফ মেম্বার সম্পর্কে এ অপবাদ করতে বললে তা অস্বীকার করায় সে আমার নাতির জীবন নষ্ট করে দেয়ার হুমকিও দিয়েছে। কেউ তাঁর বাড়ির পাশের রাস্তা দিয়ে গেলেই তাঁকে ধরে মারছে লায়লা বেগম।
মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ঐ গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post