টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইবাসের অন্তত ২৫জন। নিহত প্রান্তিক পরিবহনের চালক শামীম (৪৫) তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়।
শনিবার (১৪ মে ) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরের গাংগাইর এলাকায় এ ঘটনা ঘটে।
দূর্ঘটনার পরে স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মামুনুর রশিদ।
তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহন ও টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মাহি পরিবহন ঘটনাস্থল মধুপুরের গাংগাইর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসেরই ব্যাপক ক্ষতি হয়েছে। দূর্ঘটনায় প্রান্তিক পরিবহনের চালক শামীম (৪৫) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়াও দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতনিধি
Discussion about this post