দুবাইয়ে কুমিল্লা-২ হোমনা-তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সিআইপি সেলিমা আহমাদ মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এফবিসিসিআই এর সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ থেকে আগত কেন্দ্রীয় সংগঠনের সভাপতি মহিউদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন প্রমূখ।
এছাড়াও সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা তিতাস উপজেলার জগতপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেসব ও ব্যবসায়ী মোঃ শিবলু, ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি আরব প্রবাসী খাইরুল ইসলাম জহিরসহ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কল্যাণ শাখার সদস্যবৃন্দ।
সভায় কুমিল্লার হোমনা-তিতাস প্রবাসীদের নানান সমস্যা সমাধান ও তাদের কল্যাণে নানামাত্রিক কাজ করবে বলে আলোচনা করা হয়েছে।
Discussion about this post