এই সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি ছবি শুক্রবার বিকালে নিজের ফেইসবুক পেইজে পোস্ট করেছেন তিনি।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচনে শনিবার ভোট হবে।
আগের দিন আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে ফেইসবুকে আতিক লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ দোয়া নিতে গিয়েছিলাম।”
নৌকার প্রার্থী এই ফেইসবুক পোস্ট দেওয়ার পৌনে এক ঘণ্টার মধ্যে তাতে লাইক পড়েছে ১৮ হাজার, পোস্টটি শেয়ার করেছেন ১৩ হাজার ফেইসবুক ব্যবহারকারী। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকেও পোস্টটি শেয়ার দেওয়া হয়েছে।
পাঁচ বছর আগের নির্বাচনে এই সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হয়েছিলেন পোশাক ব্যবসায়ী আনিসুল হক।
আনিসুল হক মারা যাওয়ার পর গত বছরের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হন আতিকুল ইসলাম, তিনিও একজন ব্যবসায়ী।
মেয়র নির্বাচিত হয়ে মাত্র ৯ মাস ২৩ দিন দায়িত্ব পালনের পর পুনরায় এই পদে আসার জন্য ভোটের লড়াইয়ে আছেন আতিক।
এদিন আনিসুল হকের কবরও জিয়ারত করেছেন আতিকুল ইসলাম।
জুমার নামাজের পর বনানী কবরস্থানে যান তিনি। সেখানে তার মা-বাবার কবর জিয়ারতের পর আনিসুল হকের কবরে শ্রদ্ধা জানান আতিক।
প্রচারণা না থাকায় এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তরার নিজের বাড়িতেই কাটান আতিকুল ইসলাম। দুপুরে বনানী নির্বাচনী কার্যালয়ে আসেন তিনি। পরে পাশের বনানী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেখান থেকে যান বনানী কবরস্থানে।
Discussion about this post