টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকায় বহুতল ভবণ নির্মানের জন্য পিলারের মাটি খোড়ার সময় মাটিচাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে পৌরসভার আশেকপুর এলাকার মো. নজরুলে ইসলামের বাড়িতে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
তারা হলেন, বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ৫ জন শ্রমিক নজরুল ইসলামের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের পিলার নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। এদের মধ্যে আনন্দ পাল এবং নিধন পাল মাটি খু্ড়তে খুড়তে অনেক গভীরে চলে যান। এক পর্যায়ে চারিদিক থেকে মাটি ভেঙে তারা চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বেকু দিয়ে মাটি সরিয়ে আনন্দ পাল ও নিধন পালের মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক রেজাউল করিম জানান, আশেকপুর ইন্দারা পাড়া এলাকায় নির্মাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় চার পাশ থেকে মাটি চাপা পড়ে মৃত ২ জনের উপর। পরে খবরপেয়ে দ্রুত ঘটনাস্থালে গিয়ে তাদের মৃত দেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post