দীর্ঘদিন ধরে দলের সাথে কাজ করছেন। জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা তাই ভালোই হয়েছে তার। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকে’টের টানে বিদায় বলছেন জাতীয় দলকেই। বলা হচ্ছিল বাংলাদেশ দলের সদ্য সাবেক ফিজিও মারিও ভিল্লাভারায়নের কথাই। আইপিএলে কাজের প্রস্তাব পেয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিওর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন তিনি।
শ্রীলঙ্কান এই ফিজিও বিগত কয়েক বছর বাংলাদেশের সাথে কাজ করেছেন। তবে এবার যুক্ত হচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আর এজন্য বিসিবির চাকরিটি ছেড়ে দিয়েছেন তিনি।
বুধবার (২৯ জানুয়ারি) নিজের পদত্যাগপত্র বিসিবির কাছে দাখিল করেন মারিও ভিল্লাভারায়ন। ২০১৪ সাল থেকে বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন তিনি। জানা গেছে, আইপিএলের একটি স্বনামধন্য দলের সাথে কাজ করার প্রস্তাব পেয়েছেন এই অভিজ্ঞ ট্রেনার।
খেলোয়াড়ি জীবনে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকে’টের জার্সি গায়ে চাপিয়েছেন মারিও। প্রথম শ্রেণির ক্রিকে’টে খেলেছেন ১১৬টি ম্যাচ, এছাড়া আছে ৫৮টি লিস্ট ‘এ’ ক্যাটাগরির ম্যাচ খেলার অভিজ্ঞতাও।টেস্ট বা ওয়ানডে দলে খেলা অয়ে ওঠেনি, তবে খেলেছেন কমনওয়েলথ গেমসে। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর হয়ে ওঠেন ট্রেনার।
চলতি মাসেই বাংলাদেশ দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল, তবে মারিও দলের সাথে এই সফরে যাননি। তার না যাওয়ার কারণ তখন পরিস্কারভাবে জানা না গেলেও এখন অনুমান করা হচ্ছে, বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করছেন বলেই পাকিস্তান সফরের প্রথম দফায় কাজ করেননি মারিও
Discussion about this post