কুষ্টিয়া কুমারখালীতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানিয় এম,পি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর আয়োজনে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় উপজেলার আবুল হোসেন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইফতার, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, পৌর মেয়র সামছুজ্জামান অরুণ, সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন, কুমারখালী থানা তদন্ত অফিসার আকিবুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান সাইদুল রহমান লালু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১১ ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মি ও জনপ্রতিনিধি গণ, সাংবাদিক বৃন্দ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে যু্বলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ বাংলাদেশের ইতিহাসে দুইটি যুদ্ধ। একটি হলো ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ। যার নেতৃত্ব দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আর একটা যুদ্ধ চলমান। যা উন্নত দেশ গড়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নত বিশ্বে নিতে যুদ্ধ করছেন। এ যুদ্ধটাও এত সহজ নয়।’
তিনি আরো বলেন ‘ আওয়ামী লীগ একটি পরিবারের মত। সেখানে বিভিন্ন সময়ে সদস্যদের মধ্যে দ্বিধাদন্ড বিভেদ হতে পারে। তবে দেশের উন্নয়নের স্বার্থে তা কাটিয়ে উঠতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বদ্ধ করতে হবে। তরুন প্রজন্মের জন্য উন্নত দেশ গড়ে যেতে হবে।’
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা মোঃ সাইফুল্লাহ।
মোঃ রাকিব হোসেন
কুমারখালী,কুষ্টিয়া।
Discussion about this post