বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিয়ে তাপস, আতিক কে জয়যুক্ত করে পরিচ্ছন্ন ডিজিটাল ঢাকা গড়ে তোলার সুযোগ দিন
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন বানচাল করার ইচ্ছা আমাদের নাই। কারণ, আমরা বলেছি নৌকার কোনও ব্যাকগিয়ার নাই। নৌকার গিয়ার একটিই। ইলেকশন হবেই হবে। কোনও অপশক্তি আমাদের এই গণজোয়ার থামিয়ে রাখতে পারবে না। আমরা শুনেছি, বাইরে থেকে প্রচুর লোক নিয়ে এসে কেন্দ্রে কেন্দ্রে ঢোকানোর পাঁয়তারা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে লোক এনে তারা সন্ত্রাস করবে। তারা চাচ্ছে যেন ভোটের পরিবেশ নষ্ট হয়। আমি কর্মীদের অনুরোধ করবো, আর দুটি দিন আছে। সবাই ইলেকশনের আমেজ নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেবো এবং নৌকাকে জয়যুক্ত করবো। নৌকার বিজয় দেখে আমাদের প্রতিপক্ষ অনেক টালবাহানা করছে। তারা দেখেছে নৌকার কী জোয়ার নেমেছে।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় নির্বাচনি প্রচার শুরুর আগে তিনি একথা বলেন।
এসময় তিনি ভাষানটেকের সরু রাস্তা প্রধান সড়কের মতো চওড়া করার প্রতিশ্রুতি দেন। আতিক বলেন, ‘বস্তিবাসীর সঙ্গে মানুষের মতো আচরণ করতে হবে। পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা যাবে না
Discussion about this post