কুষ্টিয়ার কুমারখালীতে রাতের আধাঁরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা রেলগেট এলাকায় এঘটনা ঘটে। এতে প্রায় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার শিকার ব্যক্তির নাম আব্দুল মান্নান (৩৫)। তিনি ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের মৃত ছাদেম আলীর ছেলে।
শনিবার দুপুরে পুকুর এলাকায় গিয়ে দেখা যায়, পুকুরের পানিতে ভাসছে বিভিন্ন প্রচাতির মাছ। মাছচাষী মাছ গুলো জড়ো করছে।
এবিষয়ে আব্দুল মান্নান বলেন, ২০ হাজার টাকায় ১৫ কাটা জমির পুকুর ইজারা নিয়েছি। পাঁচ মাস আগে ৭ থেকে ৮ মণ কার্প জাতীয় মাছ দিয়েছিলাম পুকুরে। শত্রুতার জেরে কে বা কাহারা রাতের আধাঁরে পুকুরে বিষ দিয়েছে। এতে সব মাছ মরে পানিতে ভাসছে। আমার প্রায় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, মাছ গুলো চাষাবাদ করতে পারলে প্রায় তিন লক্ষ টাকায় বিক্রি হত। আমার স্বপ্ন এখন পানিতে ভাসছে। থানায় অভিযোগ দেওয়া হবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের খবর পাইনি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post