রাজধানীর দক্ষিণখানে বকেয়া বেতন, বোনাসসহ কয়েকটি দাবিতে বুধবার কসাইবাড়ি এলাকায় ইন্ট্রাকো ডিজাইন লি গামের্ন্টস কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন।
শ্রমিকদের সূত্রে জানা যায়, সকালে ইন্ট্রাকো ডিজাইন লি কারখানার শ্রমিকরা কারখানায় এসে কর্মবিরতি পালন করেন এবং কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করেন।
কারখানার শ্রমিকরা জানান, গত মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস আমরা এখনো পাইনি। প্রতি মাসের বেতন, ছুটির টাকা টিফিন বিল, নাইট বিলের টাকা দেরিতে পরিশোধ করে কর্তৃপক্ষ। বকেয়া বেতন-বোনাসের দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি।
শ্রমিক নেতা মোশারফ জানান, বকেয়া বেতন, বোনাসের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। তা পরিশোধ না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন।
দক্ষিণখান (ঢাকা) সংবাদদাতা
Discussion about this post