পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে গাজীপুরে কালেক্টরেট সহকারীদের ৬ষ্ঠ দিনেও পূর্ণ দিবস কর্মবিরতি অব্যাহত রয়েছে। কর্মবিরতির ফলে চরম ভোগান্তিতে পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা মানুষের।
৯ মার্চ বুধবার সকাল থেকে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাদের কর্ম বিরতি পলন করছেন। প্রতিদিন সকাল ৯টায় তারা অফিসের খাতায় স্বাক্ষর করে বিকাল ৫টা পর্যন্ত কর্ম বিরতি পালন করছেন।
এসময় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) গাজীপুর জেলা শাখার সভাপতি এস.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ সিরাজউদ্দৌল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দীপাঙ্কর চন্দ্র দাস, অর্থ সম্পাদক মোঃ আশাদুল হক, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোঃ জাকারিয়া প্রমুখ।
সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজউদ্দোল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ২৪ জানুয়ারি যেভাবে কর্মচারীদের পদের নাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের নীতিগত অনুমোদন দিয়েছিলেন সেভাবে অর্থমন্ত্রনালয় বাস্তবায়ন না করায় এবং চলতি ২০২২ সালের ৩১ জানুয়ারি ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তাদের ১৬ ও ১৭ গ্রেড হতে ১১ ও ১২ গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারী করায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের প্রেক্ষিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ও বিভাগীয় কমিশনার কার্যালয় কর্মচারী সমিতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ ৬ষ্ঠ দিনের মতো গাজীপুর তথা সারাদেশে ৬৪টি জেলায় ও সকল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পদ বঞ্চিত কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রতি গভীর শ্রদ্ধা রেখে দিবসসমূহে আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি স্থগিত রাখবো ।
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)
গাজীপুর জেলা প্রতিনিধি
Discussion about this post