মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, স্বাধীনতা ও
জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মার্চ বিকেলে জুগিয়া সজ¦ী
ফার্ম পাড়ায় কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিন উদ্দিনের সভাপতিত্বে
এই প্রজন্মের সন্তানদের মুক্তিযুদ্ধ বিষয়ে জানাতে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী রনাঙ্গন এর বীর
মুক্তিযোদ্ধাদের মুখে লড়াই সংগ্রাম এর ইতিহাস তুলে ধরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর
মুক্তিযোদ্ধা জুগিয়া দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন,
বীর মুক্তিযোদ্ধা খেজের আলী। এসময় তারা দেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলেন,
বাংলার স্বাধীনতা এসেছে বাঙালীর খেটে খাওয়া শ্রমজীবি কৃষক, শ্রমিক, ছাত্রসহ সকল পেশার মানুষের
আত্মত্যাগ ও দেশাত্ববোধ এর মাধ্যমে। পাক হানাদার বাহীনির ভারী ভারী অস্ত্রসস্ত্র দেখেও এদেশের দামাল
ছেলেরা ভয় পায়নি। স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব
৭মার্চের ভাষনের মধ্যে দিয়ে আমজনতাকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে ছিলেন। সকল বাহীনির সাথে ভাগ
হয়ে সাধারন মুক্তিযোদ্ধা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। এভাবেই সকলের আত্মত্যাগের মধ্যে দিয়ে স্বাধীনতা
অর্জন করা সম্ভব হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন
কুষ্টিয়ার সাধারন সম্পাদক মাহমুদ হাসান, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মোঃ ইয়ার
আলী, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক হাফিজসহ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিন উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন ১৪ নং ওয়ার্ড আওয়মীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা চালকলীগের লীগের সভাপতি
হাজী ইয়ার আলী, সাংবাদিক নেতা মাহমুদ হাসান প্রমূখ।
সভায় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন আশরাফ উদ্দিন মাষ্টার।
আলোচনাসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
মাহমুদ হাসান
কুষ্টিয়া প্রতিনিধি
Discussion about this post