টাঙ্গাইলের কালিহাতীতে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইদ্রিস আলী(৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার বাংড়া ইউনিয়নের বাগুটিয়া মধ্যে পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটি ইদ্রিস আলী মন্ডল (৬৫) বাড়ির সামনে খেলতে যায়। এ সময় শিশুটিকে ফুসলিয়ে নিজ ঘরের ভেতরে নিয়ে যান ইদ্রিস। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন । কিন্তু ওই ঘরে শিশুটি চিৎকার শুরু করলে ইদ্রিস তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে মা ও বাবার কাছে পুরো ঘটনা খুলে বলে।
শিশুটির পরিবার স্থানীয় লোকজনের মাধ্যমে বিচারের দাবি করেন। আজ কাল করতে করতে রোববার রাতে বাগুটিয়া মধ্যে পাড়া বাছেদ মাতাবরের বাড়িতে সালিশের আয়োজন করেন। ওই সালিশে বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলীর সভাপতিত্বে সালিশে ইদ্রিস আলীকে এক লাখ টাকা ও মুখে জুতা কামড়ে দিয়ে ১০ বার ওঠ বস করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত না মেনে শিশুর বাবা কালিহাতী থানায় গিয়ে অভিযোগ দিলে রোববার রাতে তাৎক্ষণিক কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব ঘটনাস্থলে পৌঁছে ইদ্রিস আলীকে গ্রেফতার করেন।
শিশুটির বাবা বলেন, ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি। কিন্তু অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা কোনো সাড়া দেননি। তিনি অভিযোগ আরো করে বলেন, এ ঘটনার পর ইদ্রিস আলী ঘটনাটি রফাদফা করার প্রস্তাব দিয়েছেন।
কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান মনির বলেন, ইদ্রিস আলী বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের হয়েছে এবং তাকে সোমবার(২৮ ফেব্রুয়ারী) আদালতে প্রেরণ করা হয়েছে।
কামরুল হাসান
টাঙ্গািইল প্রতিনিধি
Discussion about this post