টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মীর আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে দাস পবিত্র কে নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় পর্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে কার্যকরী কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি কামরুল হাসান, রাইসুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, মনির হোসেন, কোষাধ্যক্ষ লতিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক নুরুন্নবী রবিন, সাহিত্য সম্পাদক আনিসুর রহমান শেলী, দপ্তর সম্পাদক মনসুর হেলাল, কার্যকরী সদস্য শাহ আলম, রশিদ আহমদ আব্বাসী, তারেক আহমেদ, মুসফিকুর রহমান মিলন ও সুমন ঘোষ।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post