ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনারুল ইসলামের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(শনিবার) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসির একটি কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সাধারণ সম্পাদক আবু তালহা আকাশের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ সহ সংগঠনটির অন্যান্য লেখকরা।দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সংগঠনটির সদস্য জিয়াউর রহমান আরিয়ান।
এছাড়াও সংগঠনটির উদ্যোগে ৭ দিন ব্যাপী বেসিক কম্পিউটার ও আইসিটি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কোর্সটিতে প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন। আজ মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার
আবু তালহা আকাশ
Discussion about this post