টাঙ্গাইলের কালিহাতীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় এ প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান দিপুল প্রমুখ।
উল্লেখ্য কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা তাদের পালিত পশু-পাখি নিয়ে দিনব্যাপী এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
কামরূল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Discussion about this post