টাঙ্গাইলের সদর উপজেলার ধলেশ্বরী নদীর উপর নির্মিত চারাবাড়ি সেতুটির সংযোগ সড়কটি মাটি গত বছর নদীরস্রোতে ধসে যায়। ফলে টাঙ্গাইল শহরের সাথে চলাচলে চরাঞ্চলের তিনটি ইউনিয়নের মানুষ দুর্ভোগে পরে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক ভাবে মেরামত করলেও পুণরায় নদীরস্রোতে মাটি ধসে যায়। ফলে যান ও জনচলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে বিপাকে পড়ে ওই অঞ্চলের বসবাস রত হাজার-হাজার সাধারণ মানুষ।
সাধারণ মানুষ ও ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে নতুন করে মাটি ভরাট করে দিলো কাতুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান।
জানাগেছে, বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেললেও পানি কমে যাওয়ার সাথে-সাথে সেতুর দুপাশে অ্যাপ্রোচের অংশ ধসে যায়। এতে চরাঞ্চলের লোকজন বিপাকে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন দপ্তরে দরখাস্ত করেও কোন সুরাহা না হওয়ায় কাতুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান স্বেচ্ছাশ্রমে ইউনিয়নের ক্ষতিগ্রস্ত লোকদের নিয়ে সংযোগ সড়কে মাটি ভরাট করে। এতে দুর্ভোগ লাগোব হয় সাধারণ মানুষের।
এ বিষয়ে কাতুলি ইউনিয়নের ঘোষ পাড়ার মো. জাফর প্রামানিক, ঠান্ডু প্রামানিক, তাহের প্রামানিক, আব্দুল প্রামানিক, আলোকদিয়ার ঘোড়ার গাড়ীর চালক জুব্বার মিয়া বলেন, চারাবাড়ি সেতুর সংযোগ সড়কটির মাটি ধসে যাওয়ায় এলাকার হাজার-হাজার মানুষ বিপাকে পড়ে। সম্প্রতি সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজ উদ্যোগে অ্যাপ্রোচের মাটি ভরাট করে দিয়ে জনগনের যাতায়াতের অসুবিধা দুর করেছে। আমাদের পক্ষ থেকে সাবেক এই চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি।
এ প্রসঙ্গে কাতুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান বলেন, এই অঞ্চলের মানুষের টাঙ্গাইল শহরের সাথে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ হলো চারাবাড়ি সেতু। প্রতিবছর বর্ষা মৌসুমে ধলেশ^রীর নদীর প্রবল স্্েরাতে সেতুর অ্যাপ্রোচটি ভেঙে যায়। এ বছর বর্ষা মৌসুমের শুরুতেই অ্যাপ্রোচটি ভেঙ্গে শহরের সাথে যোগাযোগ ব্যহত হয়।মাঝে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড কিছুটা ভরাট করলেও সেটা আবার ভেঙ্গে যায়। তারপর আর সেটা ঠিক করা হয়নি। তাই জনদূর্ভোগের কথা চিন্তা করতে নিজ উদ্যোগে মাটি ভরাট করে, জন দূভোর্গ লাঘব করার এই প্রচেষ্টা। জনগণের সাথে আমি সব সময় ছিলাম ও ভবিষ্যতে থাকবো।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতনিধিি
Discussion about this post