চট্টগ্রামের পটিয়া পৌরসদরের রেল ষ্টেশন সংলগ্ন বুধবার দিনগত রাত ৩টার সময় গ্যাসের চুলার আগুন লেগে ৭ দোকান পুড়ে ছাই হয়েছে।
আগুনে নুরুল আলমের টি স্টল, আব্দুল মান্নানের মান্নান স্টোর, নুরুল ইসলামের বাদল স্টোর, ইউসুফ আলির খাজা মৎস্য খামার, আবুল হোসেনের মায়ের দোয়া মৎস্য খামার, মোঃ জাকের হোসেনের হাসেম টেলিকম পুড়ে ছাই হয়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে সরকারী ভাবে আর্থিক সাহায্য করার আশ্বাস প্রদান করেন।
পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে তিনি জানান।
Discussion about this post