ভারতীয় বাংলা সিনেমার অতিপরিচিত মুখ তিনি। ভারতীয় বাংলা সিনেমায় দীর্ঘদিন দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তিনি হলেন দীপঙ্কর দে।
৭৫ বছর বয়সী দীপঙ্কর দে দীর্ঘদিন ধরেই অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলেন। অবশেষে আইনি স্বীকৃতি পেল তাঁদের ‘সম্পর্ক।
বিয়ের আয়োজন ছোট করে হলেও বিয়ের সাজসজ্জায় কোনো কমতি ছিল না। সাদা পঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়েন দীপঙ্কর। অন্যদিকে, মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে হাজির হন দোলন রায়। সিঁথি ভরা সিঁদুরে একেবারে নতুন বউ।
Discussion about this post