বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী আর নেই। বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর বনানীতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। উমা কাজী তার দুই মেয়ে খিলখিল ও মিষ্টি কাজীকে রেখে গেছেন। বেশ কিছু দিন ধরে তিনি হৃদযন্ত্রের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
এদিকে উমা কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রসঙ্গত, উমা কাজীর স্বামী অর্থাৎ নজরুলের বড় ছেলে সব্যসাচী কাজীর মৃত্যু হয় ১৯৭৯ সালে। কবি নজরুল ইসলামের সঙ্গেই তার পরিবার কলকাতা থেকে ঢাকায় চলে আসে।
Discussion about this post