পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিট সমূহকে ৬ টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে ৩টি ইউনিটকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ সকল জেলা ও ইউনিটসমূহকে পুরস্কার প্রদান করেন।
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রথম স্থান অধিকার করেন।গত ৭ জানুয়ারি ২০২০ পুলিশ সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মো: মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয় বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের কাছ থেকে উক্ত পুরস্কারসমূহ গ্রহণ করেন।
Discussion about this post