স্থানীয়রা জানায়, দুপুরের দিকে উপজেলার বল্লা থেকে একটি ইট বোঝাই ট্রাক এলেঙ্গা রোডে আসার সময় গোপালদিঘী স্কুলের সামনে আসলে বালিয়াটা থেকে ছেড়ে আসা একটি অটো চালিত রিকশা কে ধাক্কা মারে। এসময় ওই অটো চালিত রিকশায় থাকা গোপালদিঘী কে.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী হাফিজা ঘটনাস্থলে মারা যান। অটোতে থাকা বাকী যাত্রীরা আহত হোন। পরে ট্রাকটিকে উপস্থিত জনতা আটকে রাখেন। এবং চালক পালিয়ে যায়।
নিহত হাফিজা উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামের হাবুলের মেয়ে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, ঘটনাটি শুনার পরে পুলিশ পাঠানো হয়েছে, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং চালককে আটক করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
কামরুল হাসান
Discussion about this post