দীর্ঘদিন লকডাউন থাকায় দেশের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নিতে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এ নির্দেশনা দেন । সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তিনি ।
বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, কোভিড সংক্রমণের ২ বছর হয়ে গেছে, সেজন্য এরইমধ্যে একটা প্রটোকলও ডেভেলপ হয়ে গেছে। সুতরাং সবাইকে আরেকটু গতি বাড়িয়ে কাজ করে উন্নয়নের গতি আগের মতো নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন ।
মন্ত্রিপরিষদ সচিব জানান , সব ধরনের কাজকর্মের গতি বাড়াতে হবে শুধু উন্নয়ন কার্যক্রম নয় । যাতে কোভিডের আগের অবস্থায় ফিরে যায়, আমাদের প্রবৃদ্ধিসহ সবকিছু।
Discussion about this post