ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে । এই অচলাবস্থা কাটাতে ধর্মঘটের ৩য় দিন (৭ নভেম্বর) পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে।
রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে রোববার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার পর এ বৈঠক শুরু হয়েছে।
মন্ত্রণালয় গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম ৮০ টাকা নির্ধারণ করে ১৫ টাকা বাড়িয়েছে লিটারে । মালিকেরা এরপর ভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার অঘোষিতভাবে বাস, ট্রাক ও অন্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেয় ।
বন্ধ রয়েছে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা সিএনজিচালিত বাসও।
Discussion about this post