গাজীপুরের শ্রীপুর উপজেলায় মালবাহী ট্রাকচাপায় মোটরসাইকেলে আগুন ধরে দগ্ধ হয়ে এক আরোহীর মৃত্যু হয়েছে।রোববার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল (৪৫) ময়মনসিংহের গৌরীপুর থানার মহিসারং এলাকার মৃত ইমান আলীর ছেলে।মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক হাদিউল ইসলাম জানান, বিল্লাল ভোরে ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকা যাচ্ছিল।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে ঢাকাগামী ধানবুঝায় একটি ট্রাক মোটরসাইকেলটির ওপরে উঠে যায়। এ সময় মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ ঘটনায় দগ্ধ হয়ে মোটরসাইকেল আরোহী বিল্লাল ঘটনাস্থলেই মারা যান।নিহতের দগ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছে। পরবর্তী সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post